মানুষের জীবন অনেকগুলো ছন্দ মেনে চলে। স্থান-কাল-পাত্র ভেদেও অনেক ছন্দের তাল সমান। ভাষার পরিবর্তন হলেও একই সুর বাজে সর্বত্র। এর মাঝে কিছু সুর আছে যেগুলো সকল প্রাণীর ক্ষেত্রেও একই তালে বাজে। যেমন- মানুষ ঘর বাঁধে। পশুপাখি সবাই ঘর বাঁধে। পাখিরা তৃণলতা দিয়ে বাসা বানায় এবং সেখানে ঘর বাঁধে। অর্থাৎ একটি পুরুষ ও একটি নারী পাখি মিলে জোড়া তৈরি করে। জঙ্গলে অনেক পশু গুহা বা গর্তে ঘর বাঁধে। দুটি পশু একসাথে থাকে। আবার কিছু পশু গৃহ না বানিয়েও ঘর বাঁধে। তাদের সংসার পাতে। মানুষ আগে তৃণলতা দিয়ে গৃহ তৈরি করত, গুহায় গৃহ বানাতো, পাহাড় কেটে পাহাড়ের গায়ে ঘর বানাতো, মাটি দিয়ে আবাসস্থল তৈরি করতো, এখনো করে। তবে এখন কংক্রীটের দেয়াল আকাশ চূঁড়ে অট্টালিকা বানায়। মানুষ আকাশের গায়ে গৃহ তৈরি করে। সৃষ্টির শুরু হতে আজ পর্যন্ত মানুষ ঘর বাঁধে। গৃহ তৈরির সুরের তাল বদলালেও ঘর বাঁধার সুর একই রকমই আছে। মানুষের সামাজিক জীব হয়ে উঠার প্রধান মাধ্যম হচ্ছে এই ঘর বাঁধা। মানুষের ঘর বাঁধার একমাত্র অনুমোদিত পন্থা হচ্ছে বিয়ে। বিয়ে একটি সামাজিক চুক্তি। সমাজের মূল উপাদান পরিবার গড়ে উঠে বিয়ে নামক এই চুক্তির মাধ্যমে। জীবনের বিস্তার ও পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্বের মূল সিক্রেট হচ্ছে এই বিয়ে। একটি পরিবারের জন্ম হয় বিয়ের মাধ্যমে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ পৃথিবীতে টিকে থাকা ও বিস্তার লাভ করার গ্রহণযোগ্য ও লজিক্যাল উপায় হচ্ছে বিয়ে। তাই বিয়ে একটি ইবাদত। এজন্য ইসলামে বৈরাগ্য হারাম করা হয়েছে। আবার যারা নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে বিয়ের কোন আবশ্যকতা দেখেন না, তারা আসলে সৃষ্টিতত্ত্বের সামগ্রীক উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়েছেন। তারা মূলত মানুষের সাথে চতুস্পদ জন্তুর কোন পার্থক্য খুঁজে পান না। রাসূল (সা.) এরশাদ করেন- “সবচেয়ে বরকতময় বিয়ে হল তা, যাতে আড়ম্বরতা কম। সাদাসিধে হয় এমন বিয়েতে আল্লাহ বরকত প্রদান করেন।” বর্তমানে অবস্থা এমন হয়েছে কেউ কেউ বিয়ে করাকে আবশ্যক মনে করছেন না। আমাদের সমাজে অবশ্য বিয়ের আবশ্যকতা গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া কেউ অস্বীকার করেন না। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে অতি বাড়াবাড়িতে। এখন বিয়ে মানে বিশাল খরচ। মেয়ে পক্ষেরও ভয়, ছেলে পক্ষেরও ভয়, না জানি কত খরচ হয়। মেয়ে দেখা, ছেলে দেখা, ফর্দ, গায়ে হলুদ, বিয়ে, বৌ-ভাত ইত্যাদি নামে বেনামে যতগুলো পর্যায় তৈরি করা হয়েছে তাতে অপচয় জীবনের বরকতকে প্রথমেই হত্যা করা হচ্ছে। বিভিন্ন পার্টির নামে যে, অশ্লীলতা ও বেহায়াপনা চালু হয়েছে তাতে শুরুতেই আল্লাহর রহমত বহির্ভুত একটি জিন্দেগী শুরু করা হচ্ছে। তাহলে এসব বিয়ের মাধ্যমে গঠিত পরিবারে শান্তি আসবে কোথা হতে? বিয়ের ক্ষেত্রে এই বিচ্যুতি মুসলিম জীবনে আরো অনেক সামাজিক সমস্যা তৈরি করছে। প্রযুক্তির উন্নতি, ডিশ কালচার, সহজে সাংস্কৃতিক অনুপ্রবেশ ও আগ্রাসন এত বিস্তৃত হয়েছে যে, হাজার বছরের চর্চাগুলোও এখন হুমকির মাঝে নিপতিত হয়েছে। এ অবস্থায় সচেতন ও ইসলাম প্রিয় ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আনুষ্ঠানিকতা অবশ্যই ইসলামে আছে। কিন্তু অনুষ্ঠান সর্বস্ব কোন বিধান ইসলামে নেই। অতএব বিচ্যুতির বিপরীতে কিছু করতে চাইলে সৎ সাহস প্রয়োজন। বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দিনের চলে আসা অভ্যাস, আচরণের মাঝে হঠাৎ একটি বড় পরিবর্তন ঘটায় বিয়ে। এ পরিবর্তন কিংবা ত্যাগ স্বীকার ও মান্য করতে হবে। যারা সমাজকে বদলাতে চান তারা নিজেদের বদলানোর চেষ্টা করুন।
(
এক ভাইয়ের বিয়েতে লেখা
tree nut allergy singular for asthma
https://genericialis.com cialis
variant asthma rheumatism arthritis
cialis pills
hair loss in men night asthma
https://canadianpharmacytuz.com walmart pharmacy
when to see a gi doctor description of asthma
walgreens pharmacy
hair solution for hair loss health allergies
https://cialis-generic.us.org cialis price
arthritis is the disease of natural cures for asthma
buy cialis online
Doxycycline
Side effects are quite possible if you are using Doxycycline. It is ideal to buy Doxycycline from trusted resources that sell good quality drug. However, even with most good quality drugs, you may find some common side effects such as nausea, diarrhea, indigestion, vomiting, allergy and appetite loss.
information https://doxycycline2020.top/
Thank you for this post. Its very inspiring.cialis
native american tribal loans guaranteed approval
easy online loans with bad credit
loans online cash advance
– navy federal credit union debt consolidation loans
https://cashadvanceshark.com/# – open cash advance
student network for student loans forgiveness online
I like blog